ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০১৬ সালের সর্বোচ্চ গোলদাতা মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
২০১৬ সালের সর্বোচ্চ গোলদাতা মেসি লিওনেল মেসি-ছবি:সংগৃহীত

শেষ হয়ে এলো আরও একটি বছর। ২০১৬ সালের এই বছরটিতে ফুটবলে ঘটে গেছে অসংখ্য ঘটনা। যেখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ইউরোপের শীর্ষ লিগগুলোতে গোল হয়েছে ৫ হাজার ৯২৮টি।

ঢাকা: শেষ হয়ে এলো আরও একটি বছর। ২০১৬ সালের এই বছরটিতে ফুটবলে ঘটে গেছে অসংখ্য ঘটনা।

যেখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ইউরোপের শীর্ষ লিগগুলোতে গোল হয়েছে ৫ হাজার ৯২৮টি।  

চলতি বছর বড় দিনের ছুটির পর ক্লাবগুলো আবারও মাঠের লড়াইয়ে নামবে। তবে দলগুলো এ বছর সর্বোচ্চ একটি থেকে দুটি ম্যাচ খেলতে পারে।  

ইউরোপিয়ান লিগ হলেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা দশে অবশ্য দক্ষিণ আমেরিকানদের রাজত্ব। এ তালিকায় পাঁচজনই ল্যাটিনের। একজন আফ্রিকান। আর বাকিরা ইউরোপের।

ইউরোপের শীর্ষ লিগ বলতে বোঝানো হয় ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড), লা লিগা (স্পেন), বুন্দেসলিগা (জার্মানি), সিরি আ (ইতালি), লিগ ওয়ান (ফ্র্যান্স)। আর এই লিগগুলোর মধ্যে ২০১৬ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনা তারকা লিওনেল মেসি। করেছেন সমান ৫১ ম্যাচে ৫১ গোল।  

দ্বিতীয়স্থান দখল করেছেন মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ। চতুর্থবার ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টয়ানো রোনালদোকে সেরা তিনে জায়গা করে নিতে হয়েছে।

নীচে সেরা ১০ গোলদাতার নাম দেওয়া হলো:

•    লিওনেল মেসি-৫১ ম্যাচে ৫১ গোল (বার্সেলোনা)
•    লুইস সুয়ারেজ-৪৯ ম্যাচে ৪৮ গোল (বার্সেলোনা)
•    ক্রিস্টিয়ানো রোনালদো-৪৪ ম্যাচে ৪২ গোল (রিয়াল মাদ্রিদ)
•    জ্লাতান ইব্রাহিমোভিচ-৪২ ম্যাচে ৩৯ গোল (ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি)
•    এডিনসন কাভানি-৪৩ ম্যাচে ৩৪ গোল (পিএসজি)
•    রবার্ট লেভানোডভস্কি-৪৫ ম্যাচে ৩৪ গোল (বায়ার্ন মিউনিখ)
•    গঞ্জালো হিগুয়েইন-৪২ ম্যাচে ৩৩ গোল (জুভেন্টাস ও নাপোলি)
•    সার্জিও আগুয়েরো-৪১ ম্যাচে ৩১ গোল (ম্যানচেস্টার সিটি)
•    পিয়েরে-এমরিক আয়ুবামেয়াং-৪১ ম্যাচে ৪১ গোল (বুরুশিয়া ডর্টমুন্ড)
•    অ্যালেক্সন্দ্রা লাকাজেট্টে-৩৭ ম্যাচে ২৯ গোল (লিঁও)

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।