ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

ফুটবল

ধাতব মুদ্রায় পার্সির উড়ন্ত গোল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
ধাতব মুদ্রায় পার্সির উড়ন্ত গোল

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে নেদারল্যান্ডস। ওই ম্যাচে উড়ন্ত হেডের মাধ্যমে দলকে দুর্দান্ত এক গোল উপহার দেন ডাচ অধিনায়ক রবিন ফন পার্সি।



পার্সির সেই বিস্ময়কর গোলকে স্মরণীয় করে রাখতে ওই গোল করার মুহূর্তের (ফন পার্সির উড়ন্ত হেড) ছবি সম্বলিত এক স্মারক মুদ্রা তৈরি করেছে নেদারল্যান্ডস। সীমিত সংস্করণের ওই স্মারক মুদ্রার মান ১০ ইউরোর চেয়ে কিছুটা কম।



ওই ছয় হাজার ধাতব মুদ্রা বিক্রি শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়।

আগামী বুধবার সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ২টায় ফন পার্সির নেদারল্যান্ডস মুখোমুখি হবে অর্জেন্টিনার।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।