ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

হলুদ কার্ডে শেষ সিলভার সেমিফাইনাল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৮, জুলাই ৫, ২০১৪
হলুদ কার্ডে শেষ সিলভার সেমিফাইনাল

ঢাকা: পরপর দুই ম্যাচে হলুদ কার্ড হজম করায় আগামী ৮ জুলাই জার্মানির বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারবেন না ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক থিয়াগো সিলভা।

কলম্বিয়ার গোলরক্ষক অস্পিনার হ‍াত থেকে অবৈধভাবে বল কিক করতে গিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে স্প্যানিশ রেফারি কার্লোস কার্বেলো তাকে হলুদ কার্ড দিয়ে সর্তক করেন।

এর আগে নকআউটে চিলির বিপক্ষেও হলুদ কার্ড পান সিলভা।

শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ২-১ গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচের ৭ মিনিটে গোল উদযাপন করে দলকে এগিয়ে নেন অধিনায়ক সিলভা।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।