ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হামজার জন্মদিনে ফিফার শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, অক্টোবর ১, ২০২৫
হামজার জন্মদিনে ফিফার শুভেচ্ছা

দেশের ফুটবলের নবজাগরনের এক জোয়ার বইছে। আর এই জাগরণের অগ্রদূত হিসেবে যাকে মানা হচ্ছে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির বাংলাদেশী মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

১৯৯৭ সালের ১লা অক্টোবর ইংল্যান্ডের লাফবারোতে জন্ম নেন তিনি।  

হামজার পরিবারের আদি নিবাস সিলেট জেলার হবিগঞ্জের বাহুবল উপজেলায়। ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা এই ফুটবলার যখন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন তখনই দেশের ফুটবলের প্রতি সকলের দৃষ্টি ভঙ্গিতে পরিবর্তন আসতে শুরু করে। আরও প্রবাসী বাঙালী ফুটবলাররা বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করতে শুরু করেন। দেশের ফুটবলের পোষ্টার বয় হামজা চৌধুরির আজ জন্মদিন, তার জন্মদিনে ফিফা তাদের ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেজে হামজাকে শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশের জার্সি পরা হামজা চৌধুরির ছবি দিয়ে ফিফা লিখেছে ‘কোটি বাঙালির অনুপ্রেরণা, শুভ জন্মদিন। ’ শুধু বাংলাদেশের জার্সিই নয় হামজার ছবির ব্যাকগ্রাউন্ডের রয়েছে বাংলাদেশের মানচিত্র। সেখানে হামজার আদি নিবাস সিলেটের হবিগঞ্জকে বিশেষ ভাবে চিহ্নিত করে দেখানো হয়েছে।  

ফিফা বিশ্বকাপে কখনও খেলতে পারেনি বাংলাদেশ। হামজার মত বড় তারকারা দেশের ফুটবলে যুক্ত হওয়ার পর থেকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। হামজার পথধরে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ফাহামেদুল ইসলাম, সমিত সোম, জায়ানের মত প্রবাসী ফুটবলাররা। তাদের হাতধরে বিশ্বকাপেরও মঞ্চে বাংলাদেশের পতাকা ‍ওড়ানোর স্বপ্ন দেখেন দেশের ফুটবল ভক্তরা।  

আন্তর্জাতিক ম্যাচগুলোতে হামজার দুর্দান্ত পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলেছে। হামজা চৌধুরীর ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), লেস্টার সিটি ক্লাব এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের ফুটবলে তিনি আগামী দিনগুলোতে আরও বড় স্বপ্ন পূরণের কাণ্ডারি হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা সকলের।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।