ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

মাদ্রিদে ফিরলেন আলোনসো, রিয়ালে নতুন যুগের সূচনা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, মে ২৫, ২০২৫
মাদ্রিদে ফিরলেন আলোনসো, রিয়ালে নতুন যুগের সূচনা  চুক্তিতে স্বাক্ষর করছেন জাবি আলোনসো/সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। স্পেনের সাবেক মিডফিল্ড জাদুকর জাবি আলোনসোকে ক্লাবের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ‘লস ব্লাঙ্কোস’রা।

বায়ার লেভারকুসেনে ঐতিহাসিক সাফল্যের পর তিন বছরের চুক্তিতে বার্নাব্যুতে ফিরছেন ৪৩ বছর বয়সী এই কোচ।

আনচেলত্তির বিদায়ের পর দায়িত্বে আলোনসো

দ্বিতীয় মেয়াদ শেষে রিয়াল থেকে বিদায় নিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি, যিনি এবার ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে বসবেন। তার উত্তরসূরি হিসেবে ক্লাবের আস্থার প্রতীক হয়ে ফিরেছেন আলোনসো—যিনি খেলোয়াড়ি জীবনে রিয়ালের জার্সিতে ২৩৬ ম্যাচে মাঠ মাতিয়েছেন এবং জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে।

ক্লাব বিশ্বকাপে প্রথম চ্যালেঞ্জ

আলোনসোর কোচ হিসেবে রিয়াল মিশনের প্রথম ধাপই বড় মঞ্চে—ক্লাব বিশ্বকাপ, আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টুর্নামেন্ট। রিয়াল রয়েছে গ্রুপ ‘এইচ’-এ, যেখানে প্রতিপক্ষ আল হিলাল, পাচুকা এবং রেড বুল সালজবুর্গ। দলে অনেক নতুন মুখ, চোট সমস্যা ও বড় প্রত্যাশা—শুরুতেই পরীক্ষা কঠিন।

লেভারকুসেনে ইতিহাস গড়া অধ্যায়

অক্টোবর ২০২২-এ যখন আলোনসো লেভারকুসেনের কোচ হিসেবে দায়িত্ব নেন, তখন দল ছিল অবনমন অঞ্চলে। মাত্র দুই বছরের ব্যবধানে তিনি রচনা করেন জার্মান ফুটবলের এক রূপকথা—অপরাজিত থেকে ক্লাবকে প্রথম বুন্ডেসলিগা ও ডিএফবি পোকাল শিরোপা এনে দেন।

জাবির দল ২০২৩-২৪ মৌসুমে ইউরোপের সবচেয়ে ধারাবাহিক দল ছিল। যদিও ইউরোপা লিগের ফাইনালে আটালান্টার কাছে হারতে হয়, তবু অলরাউন্ড পারফরম্যান্সে আলোনসোর কৃতিত্ব অস্বীকার করার উপায় নেই।

একজন খেলোয়াড়, একজন কিংবদন্তি

জাবি আলোনসোর নাম শুনলেই ভেসে আসে নিখুঁত পাস, ঠান্ডা মাথায় খেলা পরিচালনা, আর মাঠের এক দার্শনিক নেতা। খেলোয়াড়ি জীবনে তিনি খেলেছেন রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে। স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ (২০১০) ও দুইটি ইউরো (২০০৮, ২০১২) জিতেছেন তিনি।

আলোচনায় লিভারপুল-বায়ার্ন, শেষমেশ মাদ্রিদেই ফেরা

২০২৪ সালের শুরুতে যখন ঘোষণা আসে—ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ছাড়ছেন, তখন অনেকেই মনে করেছিলেন আলোনসো হয়তো ফিরে যাবেন অ্যানফিল্ডে। একই সময়ে তাকে চেয়েছিল বায়ার্নও। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি যখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব গ্রহণ করলেন, তখন একধরনের প্রত্যাবর্তনের কবিতাই যেন লেখা হলো।

আনচেলত্তির ক্লান্ত মৌসুমের পর বদলের হাওয়া

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে ৫-১ গোলে হেরে বিদায় নেয়, যা ২০ বছর পর তাদের প্রথম কোয়ার্টার থেকে ছিটকে পড়া। ঘরোয়া ফুটবলেও চারবার বার্সেলোনার কাছে হার, তার মধ্যে দুটি কাপ ফাইনালে—সব মিলে ক্লান্তিকর এক মৌসুম পার করেছে মাদ্রিদ।

আনচেলত্তি বার্নাব্যুতে রেখে গেছেন সাফল্যের বর্ণাঢ্য চিত্র, কিন্তু শেষটা ছিল বেশ বিবর্ণ। এখন নতুন স্বপ্নের সুতার বুননে যুক্ত হচ্ছেন জাবি আলোনসো।

পরিকল্পনায় নতুন রূপ, আস্থা তরুণে

আলোনসোর দায়িত্ব গ্রহণের আগেই মাদ্রিদ দলে শুরু হয়েছে নতুন রূপান্তর। বোর্নমাউথের ডিন হুইসেন, লিভারপুলের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, এবং বেনফিকার আলভারো কারেরাস—তিন তরুণ প্রতিভাকে দলে ভেড়ানো হয়েছে বা হচ্ছে।  

চ্যালেঞ্জ কঠিন, প্রত্যাশা আকাশছোঁয়া

রিয়াল মাদ্রিদ মানেই জয়ের চাপ, ট্রফির প্রত্যাশা। সেই ক্লাবে আলোনসোর মতো নবীন কোচের জন্য পথ হবে চ্যালেঞ্জে ভরা। কিন্তু ফুটবল বিশ্ব জানে—তিনি সাহসী, তিনি ধীরস্থির, তিনি ভিন্ন কিছু উপহার দিতে সক্ষম।

বার্নাব্যুর আকাশে এখন নতুন আলো—নতুন দিনের প্রতীক্ষায় 'লস ব্লাঙ্কোস'।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।