স্প্যানিশ কোচ জাবি আলোনসো আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, চলতি মৌসুম শেষে বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে তার অধ্যায় শেষ হতে চলেছে।
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, "ক্লাব ও আমি একমত হয়েছি—এটাই আমার শেষ দুই ম্যাচ।
তবে পরবর্তী গন্তব্য সম্পর্কে তিনি স্পষ্ট কিছু বলেননি। যদিও ফুটবল মহলে জোর গুঞ্জন, তিনি এবার ফিরছেন রিয়াল মাদ্রিদে, যেখানে তিনি ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন এবং একজন কিংবদন্তি মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
আলোনসো আরও বলেন, "এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। এখানে কাটানো সময়টা ছিল অসাধারণ। এখনো আমাদের দুটি ম্যাচ বাকি আছে, আমি চাই সেগুলো সুন্দরভাবে শেষ করতে। "
তিনি জানান, বিদায়ের খবরটা প্রথমে নিজের খেলোয়াড় ও স্টাফদের জানিয়েছেন, কারণ তার মতে, "ফুটবল ও জীবন দুই-ই সঠিক মুহূর্ত খুঁজে নেওয়ার ব্যাপার। এই বিদায়টা যেন সম্মানের সঙ্গে হয়, সেটাই চেয়েছি। "
জেন্টলম্যানস এগ্রিমেন্ট ও সম্ভাব্য রিয়াল অধ্যায়
লেভারকুসেনের সিইও ফার্নান্দো আগেই জানিয়েছিলেন, আলোনসোর সঙ্গে একটি 'জেন্টলম্যানস এগ্রিমেন্ট' ছিল—তার খেলা কোনো পুরনো ক্লাব তাকে ডাকলে ক্লাব কোনো বাধা দেবে না। ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার তিন বছরের চুক্তির সম্ভাবনা এখন সময়ের অপেক্ষা মাত্র।
তবে হাসতে হাসতে তিনি বলেন, "আমি কোনো কথা দিচ্ছি না যে লেভারকুসেন থেকে কিছু খেলোয়াড় নিয়ে যাব না। "
আলোনসোর অধীনে লেভারকুসেন পেয়েছে ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল সময়—২০২৪ সালে প্রথম বুন্দেসলিগা জয়, জার্মান কাপ এবং জার্মান সুপার কাপ—সবই এসেছে তার কোচিংয়ে।
এমএইচএম