হামজা চৌধুরির অভিষেকের পর বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। জাতীয় দলে খেলার আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে।
২৭ বছর বয়সী সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। বাংলাদেশি বাবা-মায়ের সন্তান সামিত বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-তে। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবে এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে ছিলেন অনিয়মিত।
সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করার পরপরই সামিত আবেদন করেন পাসপোর্টের জন্য। বাংলাদেশ সময় শুক্রবার রাতে টরেন্টোর বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলেট অফিসে তিনি আবেদন করেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তার ই-পাসপোর্ট ইস্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, “সামিত ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন। এখন আমরা প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার কাছে আবেদন করবো। অনুমোদন পেলে বাংলাদেশের হয়ে তার মাঠে নামতে আর কোনো বাধা থাকবে না। ”
এদিকে সামনের মাসেই বাংলাদেশ দলের সামনে বড় চ্যালেঞ্জ। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুর। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে ছাড়পত্র পেলে সেই ম্যাচেই দেখা যেতে পারে সামিত সোমকে বাংলাদেশের মিডফিল্ডের নেতৃত্বে।
এআর/এমএইচএম