দারুণ শুরুর পর প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বিরতির পর আরও এক গোল করে চালকের আসনে বসল তারা।
লা লিগায় ঘরের মাঠে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে সেল্তাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর্দা গুলেরের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর আরও এক গোল করেন তিনি। শেষদিকে হাভি রদ্রিগেসের পর উইল সুইডবার্গের গোলে ব্যবধান কমে সেল্তার।
দারুণ শুরুর পর রিয়াল এগিয়ে যায় ৩৩তম মিনিটে। লুকাস ভাসকেস থেকে পাওয়া বল বক্সে নিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন গুলের। কিছুক্ষণ পর আক্রমণে যায় সেল্তা। প্রতিপক্ষ ফুটবলারের শট চুয়ামেনির পায়ে লেগে অন্য দিকে চলে যাচ্ছিল। ঝাপিয়ে সেটি ঠেকিয়ে দলকে রক্ষা করেন থিবো কোর্তোয়া।
৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এমবাপ্পে। প্রতিআক্রমণে উঠে বেলিংহ্যাম বল বাড়ান ফরাসি এই তারকার উদ্দেশে। টেনে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন তিনি। শট নিতে পড়ে গেলেও লক্ষ্যভেদ করতে অবশ্য ভুল করেননি।
বিরতির পর ব্যবধান আরও বাড়ান এমবাপ্পে। ৪৮তম মিনিটে গুলেরের দারুণ এক পাস আড়াআড়ি শটে জালে পাঠান তিনি। এ নিয়ে চলতি আসরে ২৪গোল পূর্ণ করে লেভানদোভস্কির পেছনে রয়েছেন তিনি। ২৫ গোল নিয়ে সবার ওপরে বার্সার এই স্ট্রাইকার।
৬৯তম মিনিটে ব্যবধান কমান হাভি রদ্রিগেস। দুরানের শট ভাসকেস ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন হাভি। সাত মিনিট পর ব্যবধান আরও কমায় সেল্তা। ইগো আসপাসের পাওয়া দারুণ পাস থেকে গোলটি করেন সুইডবার্গ। বাকি সময়ে আর গোল করতে পারেনি কেউই।
৩৪ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।
আরইউ