ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

ডি ব্রুইনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় সিটির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, এপ্রিল ১২, ২০২৫
ডি ব্রুইনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় সিটির গোলের পর ডি ব্রুইনার উদযাপন/সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ডার্বির হতাশাজনক ড্রয়ের ছয় দিন পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৫-২ ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

শুরুটা অবশ্য সিটির জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ম্যাচের শুরুর দিকে ২-০ গোলে এগিয়ে যায় প্যালেস। এমনকি তৃতীয় গোলও পেয়েছিল তারা, কিন্তু আধুনিক অফসাইড প্রযুক্তির কল্যাণে সেটি বাতিল হয়।

এরপরই ম্যাচের চেহারা বদলে দেন সিটির বিদায়ী অধিনায়ক কেভিন ডি ব্রুইনা। ৩৩ মিনিটে এক দুর্দান্ত ফ্রি-কিকে গোলরক্ষক ডিন হেন্ডারসনকে বোকা বানিয়ে সিটির প্রথম গোলটি করেন তিনি। এরপর ওমর মারমুশ বিরতির আগেই সমতা ফেরান, এটি ছিল তার সিটির হয়ে সপ্তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি ব্রুইনার পাস থেকে মাতেও কোভাসিচ নিচু শটে গোল করে সিটিকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর গোলরক্ষক এদারসনের লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে হেন্ডারসনকে কাটিয়ে গোল করেন তরুণ মিডফিল্ডার জেমস ম্যাকাটি। এরপর নিকো ও’রেইলির শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে গেলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।

এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথমবার ঘরের মাঠে পাঁচ গোল করল সিটি। টানা ছয় ম্যাচে মোট ১০ গোলের পর এমন এক ম্যাচ তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিল।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ফিরেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের দৌড়ে তারা এখন চেলসি ও নিউক্যাসলের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

তবে খেলার মাঝেই এক দুঃসংবাদও এসেছে। দ্বিতীয়ার্ধে এক সহজ ক্লিয়ারেন্স করতে গিয়ে ইনজুরিতে পড়েন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদারসন। পরে তাকে মাঠ ছাড়তে হয়, বদলি হিসেবে নামেন স্টেফান ওর্তেগা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।