ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, মার্চ ৬, ২০২৫
র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি ছবি: সংগৃহীত

দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন নারী ফুটবল দল। টানা দুই আসরে সাফ জয়ের পর ফিফা প্রকাশিত গত র‌্যাংকিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছিল বাংলাদেশের।

১৩৯ থেকে ১৩২ এ উঠেছিল তারা। আজ প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে একধাপ অবনতি হয়েছে তাদের্

সাফের পর দলের ১৮ ফুটবলার কোচের বিপক্ষে বিদ্রোহ করেছেন। তারা পিটার বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্ত নেন। অভিজ্ঞ ১৮ ফুটবলার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ নারী ফুটবল দল।  

অভিজ্ঞ ফুটবলারদের বাদ দিয়ে তরুণদের নিয়ে দল সাজান বাটলার। তার দল আরব আমিরাতে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে, অন্য ম্যাচটি ছিল ফিফা উইন্ডোর বাইরে। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে ৩-১ ব্যবধানে। এই হারেরই ছাপ পড়েছে র‌্যাংকিংয়ে। ২৫ আগস্ট ২০২৩ এর পর এই প্রথম র‌্যাংকিংয়ে নিচে নামলো বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।