ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

ফুটবল

তারুণ্যের উৎসব-২০২৫/

ঢাকা বিভাগের ফুটবল টুর্নামেন্ট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ঢাকা বিভাগের ফুটবল টুর্নামেন্ট শুরু

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা বিভাগের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা ও ঢাকা জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে আজ থেকে শুরু হয়েছে এ টুর্নামেন্ট।

 

ঢাকা বিভাগীয় পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবে বয়সভিত্তিক দুটি ভাগে- বালক (অনূর্ধ্ব-১৭) ও বালিকা (অনূর্ধ্ব-১৭)।

আজ মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামান। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুমিনুল হাসান, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আল মামুন, ক্রীড়া পরিদপ্তরের সাবেক সরকারি পরিচালক (প্রশাসন) তারিকুজ্জামান নান্নু ও ঢাকা জেলার ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।  

জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ঢাকা বিভাগের সেরা দলগুলো অংশ নিচ্ছে বিভাগীয় পর্যায়ে। বালক বিভাগে ১৪টি ও বালিকা বিভাগে ১৪টি দলের মধ্যে প্রতিযোগিতা শেষে সেরা দলগুলো খেলবে জাতীয় পর্যায়ে। বালক বিভাগে উদ্বোধনী ম্যাচে শরীয়তপুর জেলাকে ৩-০ গোলে হারিয়েছে রাজবাড়ী জেলা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই ফেব্রুয়ারি।

এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদী ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিভাবান খেলোয়াড়দের বিদেশে পাঠানো হবে বলেও জানান পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।