ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

কিংস-মোহামেডান মহারণ দেখতে ময়মনসিংহে দর্শক জোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ২২, ২০২৪
কিংস-মোহামেডান মহারণ দেখতে ময়মনসিংহে দর্শক জোয়ার

ফেডারেশন কাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে দেশের ফুটবলের দুই পরাশক্তি মোহামেডান-বসুন্ধরা কিংস। এই মহারণ উপভোগ করতে ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে হাজির হয়েছেন হাজারো ফুটবলপ্রেমী।

বসুন্ধরা কিংসের সামনে আজ ইতিহাস গড়ে ট্রেবল জয়ের হাতছানি। অন্যদিকে মোহামেডান জিতলে আবাহনীর সমান সর্বোচ্চ ১৩টি ফেডারেশন কাপের শিরোপা জয় হবে সাদা-কালোদের। হাই ভোল্টেজ এই ম্যাচের সাক্ষী হতে ময়মনসিংহ স্টেডিয়ামে প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত হয়েছে।

দেশের ফুটবলে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। কিংস-মোহামেডান দুই দলেরই রয়েছে আলাদা সমর্থকগোষ্ঠী। প্রিয় দলকে অকুণ্ঠ সমর্থন দিতে গ্যালারিতে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় রয়েছেন তারা। ময়মনসিংহ সহ দূরদূরান্ত থেকে প্রিয় দলকে সমর্থন যোগাতে এসেছেন তারা।  

বাদ্য-বাজনা, ভুভুজেলায় আওয়াজ তুলে স্টেডিয়াম প্রাঙ্গন মাতিয়ে রেখেছেন সমর্থকরা। স্বপ্ন দেখছেন প্রিয় দলের বিজয়ের। খেলার ফলাফল যাই হোক দর্শকের এমন সরব উপস্থিতি জানান দিচ্ছে ফুটবলের বিজয়ের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩তম মিনিটের খেলা চলছে। এখন পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ২২, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।