ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
জয়ে ফিরে শীর্ষে আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায়, মাঝখানে অ্যাস্টন ভিলার কাছে হারায় সময়টা ভালো যাচ্ছিল না আর্সেনালের। শনিবার রাতে উলভসকে ২-০ গোলে হারিয়ে আবারও জয়ের দেখা পেয়েছে গানাররা।

সঙ্গে  ফিরে পেয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও।

মলিনেক্স স্টেডিয়ামে দুটো গোলই দুই অর্ধের শেষ মুহূর্তে পেয়েছে আর্সেনাল। স্বস্তিদায়ক এই জয়ে প্রথমে ডেডলক ভাঙেন লিয়ান্দ্রো ত্রসার্ড। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে ডান পাশ দিয়ে গোলটি করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।  

দ্বিতীয়ার্ধে পুরোটা সময় দাপট দেখায় গানাররা। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মার্টিন ওডেগার।

এই জয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি ও ৭১ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।