ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

আর্সেনাল হারায় শীর্ষেই থাকল সিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
আর্সেনাল হারায় শীর্ষেই থাকল সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেবে? ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনালে মধ্যে শীর্ষস্থান নিয়ে কাড়াকাড়ি চলছেই। তবে আজ লিভারপুল ও আর্সেনাল যা করল তাতে সিটির খুশি না হয়ে উপায় নেই।

গত রাউন্ড শেষেও টেবিলের তিনে ছিল তারা। কিন্তু এবারের রাউন্ড শেষে দুই পয়েন্ট এগিয়ে থেকে বসেছে শীর্ষস্থানে। কেননা লিভারপুলের মতো আজ কপালে শনির দশা ছিল আর্সেনালেরও। অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে গানাররা।

এর আগে লিভারপুল ১-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। ঘরের মাঠেও এমন হার দুই দলের শিরোপা স্বপ্নেই বড় ধাক্কা দিয়েছে। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে  সিটি। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল ও তিনে লিভারপুল।

এমিরেটস স্টেডিয়ামে  ভিলার ওপর একের পর  এক আক্রমণ শানালেও সফল হাতে পারেনি আর্সেনাল। উল্টো শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নিয়ে যায় ভিলা। ৮৪তম মিনিটে সফরকারীরদের হয়ে প্রথম গোলটি করেন লিওন বেইলি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওলি ওয়াটকিনস। গত বছরের ৩১ ডিসেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। যে হার খুব বিপদেই ফেলল তাদের!

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।