ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

যতদিন ‘পা’ চলবে, ততদিন খেলে যাবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
যতদিন ‘পা’ চলবে, ততদিন খেলে যাবেন রোনালদো

আল নাসরে উড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ধারাবাহিক ফর্ম দেখিয়ে যাচ্ছেন তিনি।

এই মৌসুমে সৌদি প্রো লিগে সবমিলিয়ে ছয় ম্যাচে করেছেন নয় গোল। ২০২৩ সালে সবমিলিয়ে পর্তুগিজ এই তারকার গোলসংখ্যা ৩৪। ৩৬ গোল নিয়ে তার উপরে রয়েছেন কেবল আর্লিং ব্রট হলান্ডই।

গতকাল রাতে আল আহলির বিপক্ষে বড় জয়ে রোনালদো করেছেন জোড়া গোল। দলকে পয়েন্ট টেবিলেও এগিয়ে নিয়েছেন। ম্যাচশেষে উচ্ছ্বাস প্রকাশ করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। জানালেন আরও গোল করে যেতে চান, যতদিন পর্যন্ত পা সচল থাকবে।  

রোনালদো বলেন, ‘আমি এখনও ফুটবল ভালোবাসি। আমি খেলতে, গোল করতে এবং ম্যাচ জিততে পছন্দ করি। আমি এভাবেই খেলে যাব যতক্ষণ পর্যন্ত না পা বলে- ক্রিস্টিয়ানো ইটস ওভার। ততক্ষণ পর্যন্ত আমি খেলেই যাব আর আমার দলকে সাহায্য করে যাব। ’

নিজের খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি এদিন সৌদি প্রো লিগেরও প্রশংসা করতে ভুলেননি রোনালদো। তিনি বলেন, ‘আমাদের দারুণ সব খেলোয়াড় আছে। এই লিগ দিনে দিনে আরও সমৃদ্ধ হচ্ছে। সৌদির মানুষের এটা প্রাপ্য। কারণ তারা দারুণ মানুষ। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।