ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা তিন জয়ে শীর্ষে বসুন্ধরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
টানা তিন জয়ে শীর্ষে বসুন্ধরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচেই জয় পেয়েছে বসুন্ধরা কিংস। আজ (৩১ ডিসেম্বর) শনিবার নিজেদের ঘরের মাঠে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নেমছিল বসুন্ধরা।

ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছেন স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মোহামেডান, ফর্টিস এফসি ১-০ গোলে জিতেছে আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মিগেল ফিগেইরার ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন দরিয়েলতন গোমেজ। এরপর আরও বেশ কিছু আক্রমণ করলেও গোলে দেখা পায়নি বসুন্ধরা। ফলে ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে কিংস।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখেন অস্কার ব্রুজোনের শিষ্যরা। ৬০ মিনিটে বক্সে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান বাড়ান রবিনহো। এরপর আর কোনও গোল না হলে এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।  

অন্যম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে ম্যাচ ড্র করেছে মোহামেডান। চট্টগ্রাম আবাহনীকে শুরুতে এগিয়ে দিয়েছিল ডেভিড ওজোকিউ। মোহামেডানকে সমতায় ফেরান সোলেমান দিয়াবাতে। ইয়াকোবা বামবার গোলে বিরতির আগেই আবার এগিয়ে যায় চট্টগ্রামের দলটি।

দ্বিতীয়ার্ধে মোহামেডানকে দ্বিতীয় দফায় সমতায় ফেরান মানিক হোসেন। ওদিকে ময়মনসিংহে আজমপুরের বিপক্ষে ফর্টিসের প্রথম জয়ের নায়ক সাখাওয়াত রনি। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কিংসের পর সমান ৭ পয়েন্ট আবাহনী ও শেখ জামালের। আগের দিন আবাহনী ৩-২ গোলে মুক্তিযোদ্ধাকে এবং শেখ জামাল ১-০ গোলে হারিয়েছিল পুলিশ এফসিকে। ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান, পুলিশ ও ফর্টিস দুই দলেরই পয়েন্ট চার।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।