ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

ফুটবল

‘এমবাপ্পে-হালান্ডের চেয়ে আর্জেন্টিনার আলভারেস ভালো’ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
‘এমবাপ্পে-হালান্ডের চেয়ে আর্জেন্টিনার আলভারেস ভালো’ 

কাতার বিশ্বকাপে নতুন তারকাদের একজন হুলিয়ান আলভারেস। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার অন্যতম বড় নায়কও তিনি।

এই স্ট্রাইকার সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি।  

গত মৌসুমের শুরুতে তাকে কিনে নেয় ম্যানচেস্টার সিটি। এরপর থেকে অবশ্য নিয়মিত একাদশে সেভাবে সুযোগ মিলছে না আলভারেসের। কারণ তাকে জায়গার জন্য লড়তে হচ্ছেন আর্লিং হালান্ডের সঙ্গে।  

নতুন প্রজন্মের সেরা প্রসঙ্গে হালান্ডের সঙ্গেই আসে কিলিয়ান এমবাপ্পের নাম। সর্বশেষ বিশ্বকাপেও সবচেয়ে বেশি গোল করেছেন ফরাসি তারকা। যদিও তাদের দুজনের চেয়েই আলভারেসকে এগিয়ে রাখছেন চিলির সাবেক ফরোয়ার্ড ইভান হামোরানো

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে তিনি বলেছেন, ‘সনাতন ঘরানার একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে বলছি, এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে হুলিয়ান আলভারেসই এগিয়ে। সব জায়গাতেই ভালো খেলতে পারে সে। উইংয়ে খুবই ভালো খেলছে। নিজেদের অর্ধেও ভালো, বলা যায় প্রথম ডিফেন্ডার। ’

‘বাকিদের সঙ্গে এক হয়ে খেলতে পারে, বুদ্ধির ব্যবহারও ভালো জানে সে। ডান কিংবা বাঁ-দুই পায়েই সমান পারদর্শী। স্বল্প কিংবা দীর্ঘ - উভয় দূরত্বে খেলার মতো শারীরিক সক্ষমতাও আছে তার। এই সব কিছুই ক্রোয়েশিয়ার বিপক্ষে তার একক প্রচেষ্টায় করা গোলে দেখেছি আমরা। ’

এমবাপ্পে ও হালান্ডের সঙ্গে আলভারেসের তুলনায় তিনি বলেন, ‘হালান্ড উইংয়ে ভালো খেলে না। আর এমবাপ্পেকে আমরা ‘নাম্বার নাইন’ হিসেবে খুব একটা সক্রিয় দেখি না। আলভারেস সবই করে। ’

বাংলাদেশ সময় : ১৩৫৯ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।