ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মার্তিনেসের ‘অস্বাভাবিক’ আচরণের বিরুদ্ধে ফ্রান্সের আনুষ্ঠানিক অভিযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
মার্তিনেসের ‘অস্বাভাবিক’ আচরণের বিরুদ্ধে ফ্রান্সের আনুষ্ঠানিক অভিযোগ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ঠিক যেমন মানুষের প্রশংসা কুড়িয়েছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ঠিক তেমনই এমবাপ্পের বিপক্ষে উগ্র আচরণ করে সমালোচিতও হচ্ছেন তিনি।

এবার অ্যাস্টন ভিলার এই গোলরক্ষকের বিরুদ্ধে ফিফার কাছে অফিসিয়াল অভিযোগ জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন।

৩৬ বছরের খরা ঘুচিয়ে এবারের আসরে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। স্বপ্নের শিরোপা জিতে দেশটির যেন আনন্দের শেষ নেই। এমন মুহূর্ত উদযাপন করতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে লাখো মানুষের ঢল নামে। তাদের সঙ্গে ছাদখোলা বাসে করে আনন্দ ভাগাভাগি করে লিওনেল মেসিরাও। তবে সেখানেই সমালোচনার জন্ম দেন এমিলিয়ানো মার্তিনেস।

চলতে থাকা বাসে কেউ একজন ছুঁড়ে মারেন একটি ‘পুতুল’; যার মাথায় লাগানো ছিলো কিলিয়ান এমবাপ্পের মুখের প্রতিকৃতি। আর এমিলিয়ানো মার্তিনেস সেটি নিয়ে বেশ কিছুক্ষণ আনন্দ করতে থাকেন; পুতুলটি নিয়ে নাচতেও দেখা যায় এই গোলরক্ষককে। আর এই আচরণকেই ফরাসি ফুটবল ফেডারেশন ‘বিস্ময়কর’ ও ‘অস্বাভাবিক’ বলে আখ্যা দিয়েছে।

‘অয়েস্ট ফ্রান্স’কে দেওয়া এক সাক্ষাতকারে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নোঁয়ে লে গ্রায়েঁত বলেন, ‘আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এটা অবাক করার বিষয়। ফ্রান্স দলকে সফল করতে ছেলেরা নিজেদের সেরাটুকু দিয়েছে। এই জন্য তাদের সমর্থন দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি লিখেছিলাম। ’

‘একটা ক্রীড়া প্রতিযোগিতায় এরূপ আচরণ অস্বাভাবিক, এটা বুঝাও অনেক কঠিন। এটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এমবাপ্পের আচরণ ছিল স্বাভাবিক। ’

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।