ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

জানুয়ারিতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
জানুয়ারিতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ!

কাতার বিশ্বকাপে সেমিফাইনালেই দেখা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালেই ছিটকে গেল ব্রাজিল।

তাই বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ আর হয়নি। অন্যদিকে চ্যাম্পিয়ন হয়েই আসর শেষ করে আর্জেন্তিনা। আগামী মাসেই অবশ্য মাঠে একে অপরের বিপক্ষে নামছে দুই দেশ। তবে সেটা জাতীয় দলে নয়।

আসন্ন ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’- এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে রয়েছে এই দুই পরাশক্তি। কলম্বিয়ার মাটিতে এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ১৯ জানুয়ারি। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হবে ২৩ জানুয়ারি। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল খেলবে এই টুর্নামেন্টে।

‘এ’ গ্রুপে রয়েছে - স্বাগতিক কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে - ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি এবং বলিভিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর।

বাংলাদেশ সময়:  ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।