ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

অবসরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি কাহিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
অবসরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি কাহিল অবসরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি কাহিল-ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ফুটবলার টিম কাহিল। আর বিদায় বেলায় সঙ্গী করে গেলেন সকারুদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডকে।

অবসর নেয়ায় ৩৮ বছর বয়সী এ তারকার ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে থাকছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পেরুর বিপক্ষে ম্যাচটি।

অবসর প্রসঙ্গে টুইটারে কাহিল লিখেন, ‘আজ আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে সকারুদের হয়ে অফিসিয়ালি বুট জোড়া তুলে রাখছি।

নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। সর্বত্র যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। ’

এদিকে এভারটনের সাবেক ফুটবলার কাহিলের অধীনে আরেকটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে মার্ক মিলিগানের সঙ্গে টানা চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

২০০৪ সালে অভিষেকের পর ১০৭ ম্যাচে রেকর্ড ৫০টি গোল করেন এই স্ট্রাইকার। খেলেছেন ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাক। এই আসরে কোনো গোল না করলেও আগের তিন বিশ্বকাপে গোলের দেখা পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ