ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

‘ক্রোয়েশিয়া খেলে ফাইনাল, আমরা খেলি হিন্দু-মুসলিম’

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
‘ক্রোয়েশিয়া খেলে ফাইনাল, আমরা খেলি হিন্দু-মুসলিম’ হারভজন সিং-ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের সঙ্গে হয়তো পেরে ওঠেনি ক্রোয়েশিয়া। কিন্তু এই মঞ্চে খেলে নিজেদের শক্তির জানান দিয়েছে দেশটি। আর ক্রোয়েশিয়ার এই অর্জনের ট্যাগ ব্যবহার করে ভারতীয় ক্রিকেটার হারভজন সিং নিজ দেশের ধর্মযুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন।

রোববার তারকা এ অফস্পিনার টুইটারে দেশটির হিন্দু-মুসলিম বিরোধ বিষয়ে কথা বলেন।

তিনি লিখেন, ‘ক্রোয়েশিয়া একটি দেশ যাদের জনসংখ্যা ৫০ লাখের কাছাকাছি, তারা ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলে।

আর আমরা ১৩৫ কোটির দেশ “হিন্দু মুসলিম” খেলি। ’

ভারতের হিন্দু ও মুসলিম দ্বন্দ্ব বন্ধে হ্যাশট্যাগ ব্যবহার করে ডানহাতি এ বোলার হিন্দিতে লিখেন ‘সোচ বাদলাও দেশ বাদলেগি। যার মানে চিন্তাধারা বদলাও, দেশও বদলাবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ