ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

পিএসজিতেই থাকছেন এমবাপ্পে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
পিএসজিতেই থাকছেন এমবাপ্পে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের খেলোয়াড় এমবাপ্পে

দলবদলের ‘হাওয়ায়’ গা ভাসাচ্ছেন না পিএসজি তারকা এমবাপ্পে। রোনালদোর জুভেন্টাসে পাড়ি জমানোর খবরে রিয়ালে ‘স্থলাভিষিক্ত’ হওয়ার গুজবের যে ডালপালা গজিয়েছিলো তা মূলেই উৎপাটন করে দিয়েছেন পিএসজি’র এ স্ট্রাইকার।

সাফ জানিয়ে দিয়েছেন, প্যারিস সেইন্ট জার্মেই-তেই থাকছি। তাদের সঙ্গে চলার পথ প্রশস্ত করতে চাই।

 

সদ্য বিশ্বকাপ জয়ী ১৯ বছর বয়সী সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পাওয়া কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়েও ভূমিকা রাখেন, গোল করে।

এমবাপ্পে বলেন, আমি আমার ক্যারিয়ারের একবারে শুরুতে দাঁড়িয়ে। আপাতত দলবদলের চিন্তা করছি না।

২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে ২১টি গোল করেছেন এমবাপ্পে। আর বিশ্বকাপে ফ্রান্সের হয়ে তার পা থেকে এসেছে ৪টি গোল।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ