![]() ছবি: সংগৃহীত |
পর্দা নামলো রাশিয়া বিশ্বকাপের। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতলো ফ্রান্স। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একে একে সেরারা পুরস্কার তুলে নিলেন। যেখানে আসরে সেরা গোলরক্ষকের পুরস্কারে আসে চমক নাম। ফ্রান্স বা ক্রোয়েশিয়ার নয়, গোল্ডেন গ্লাভস জিতে নিলেন বেলজিয়াম তারকা গোলরক্ষক থিবাউ কুরতোয়া।
সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় বেলজিয়াম। এর আগে দলের দায়িত্ব দারুণভাবে পালন করেন কুরতোয়া। এমনকি তৃতীয়স্থান নির্ধারণীতেও অসাধারণ খেলেন এই তারকা।
কুরতোয়ার সেরা খেলাটি মূলত দেখা যায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে। নিজেদের জালকে সুসংহত রেখে একের পর এক সেভ করে দলকে জেতান।
এই আসরে কুরতোয়া গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ২৭টি শট সেভ করেন। তাইতো তার ভাগ্যেই গোল্ডেন গ্লাভসের পুরস্কারটি ওঠে।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৮
এমএমএস