bangla news

থাইল্যান্ডের খুদে ফুটবলারদের জয় উৎসর্গ করলেন পগবা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১১ ৬:২৭:৫১ এএম
পল পগবা। ছবি: সংগৃহীত

পল পগবা। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দুর্গম এক গুহায় আটকে পড়েছিলো ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। পুরো বিশ্ব তাদের নিয়ে উৎকণ্ঠায় দিন কাটিয়েছে। আটকে পড়ার ১৮ দিন পর সেই গুহা থেকে উদ্ধার করা হয়েছে তাদের।

এসব ঘটনা যখন চলছে, ঠিক তখনই পৃথিবীর আরেক প্রান্তে চলছে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপেও ছুঁয়ে গেছে খুদে ফুটবলারদের নিয়ে উৎকণ্ঠা। চারদিনের দুঃসাহসী অভিযানের পর খুদে ফুটবলারদের উদ্ধার করায় পুরো বিশ্ব যেন হাফ ছেড়ে বেঁচেছে।

এতটা দিন অন্ধকার গুহায় আটকে থাকার পরও মনোবল হারায়নি তরুণ ফুটবলাররা। তাদের এই মানসিক শক্তিকেই প্রশংসায় ভাসিয়েছেন ফ্রান্সের তারকা পল পগবা। পাশাপাশি রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারানো ম্যাচটিও উৎসর্গ করেছেন সেই সব ফুটবলারদের।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পগবা লিখেছেন, এই জয়টা উৎসর্গ করছি দিনের নায়কদের,অভিনন্দন ছেলেরা, তোমরা আসলেই অনেক শক্তিধর।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮

এমকেএম/এমজেএফ

ক্লিক করুন, আরো পড়ুন :   ফিফা বিশ্বকাপ ২০১৮
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2018-07-11 06:27:51