ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

উমতিতির গোলে এগিয়ে গেল ফ্রান্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
উমতিতির গোলে এগিয়ে গেল ফ্রান্স গোল করার পর স্যামুয়েল উমতিতি-ছবি: সংগৃহীত

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে স্যামুয়েল উমতিতির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্রান্স। রক্ষণ থেকে উঠে এসে গ্রিজম্যানের কর্নার কিক থেকে মার্কারমুক্ত অবস্থায় দারুণ এক হেডে বেলজিয়ান গোলরক্ষক থিবাউ কুরতোয়াকে পরাস্ত করেন ফরাসি সেন্টার ব্যাক উমতিতি। 

এই গোলে বিশেষ এক ক্লাবে যুক্ত হলেন উমতিতি। ফ্রান্সের গত ছয় বিশ্বকাপ  গোলের চারটিই এসেছে ডিফেন্ডারদের মাধ্যমে।

এর আগে এই কীর্তিতে যুক্ত ছিলেন- মারিউস ট্রেসার (পশ্চিম জার্মানির বিপক্ষে, ১৯৮২) এবং লিলিয়ান থুরাম (২ গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে, ১৯৯৮)।

উমতিতির গোলে সহায়তা করে রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এলেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজমান (৩ গোল, ২ অ্যাসিস্ট)। তার চেয়ে এগিয়ে আছেন (৬ গোল) ইংলিশ তারকা হ্যারি কেন।

উমতিতির গোলটি রাশিয়া বিশ্বকাপের ৩২তম গোল যা হেড থেকে এসেছে। এর চেয়ে বেশি হেড থেকে গোল এসেছিল ২০০২ সালের বিশ্বকাপে (৩৫টি)।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ