ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বাস্তব নায়করা থাইল্যান্ডে, বিশ্বকাপে নয়: মরিনহো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
বাস্তব নায়করা থাইল্যান্ডে, বিশ্বকাপে নয়: মরিনহো হোসে মরিনহো। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে যা ঘটেছে তাতে বিস্ময় প্রকাশ করে হোসে মরিনহো বলেছেন, বাস্তব নায়করা তো থাইল্যান্ডে, বিশ্বকাপ মাঠে নয়।

রাশিয়া বিশ্বকাপের ফ্রান্স-বেলজিয়াম সেমিফাইনালের আগ মুহূর্তে এক বিশেষজ্ঞ আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন পতুর্গিজ এ কোচ।

ম্যানচেস্টারে ওই আলোচনায় মরিনহো বলেন, আমি সত্যিই বিস্মিত হয়েছি, তারাই (কিশোর ফুটবলাররা) সত্যিকারের নায়ক, যা বিশ্বকাপে নেই।

একইসঙ্গে শ্বাসরুদ্ধকর অভিযানে অংশ নেওয়া ডুবুরিদের প্রতিও প্রশংসার বাক্য ঝরে ম্যানচেস্টার ইউনাইটেডের এ কোচের গলায়।

ভ্রমণে গিয়ে গুহায় আটকে পড়ার ১৭ দিন পর তিনদিনের অভিযান শেষে কিশোর ফুটবল দলের ১২ খেলোয়াড় ও তাদের কোচকে উদ্ধার করে নেভি সিল ও থাই উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া দলের দু’জনের ফুসফুসে কিছুটা সমস্যা থাকলেও বাকিরা সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ