ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

প্রথমার্ধে গোলবঞ্চিত ফ্রান্স-বেলজিয়াম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
প্রথমার্ধে গোলবঞ্চিত ফ্রান্স-বেলজিয়াম আক্রমণ শানিয়েও গোল পায়নি ফ্রান্স-বেলজিয়াম-ছবি: সংগৃহীত

দুই গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধে গোলবঞ্চিত হলো ফ্রান্স ও বেলজিয়াম।

বেলজিয়ামের গোলরক্ষক থিবাউ কুরতোয়া ও ফ্রান্সের গোলরক্ষক হুগো লোরিস উভয়ের অসাধারণ কিছু সেভ দুই দলকেই প্রথমার্ধে গোলের দেখা পেতে দেয়নি।  

অথচ দুই দলই বেশ কয়েকবার গোলের খুব কাছে চলে গিয়েছিল।

দুই দলই প্রায় সমান সুযোগ তৈরি করেছে প্রথমার্ধে। মিডফিল্ডে দুই দলই দারুণ খেলা দেখিয়েছে। তবে শেষ মুহূর্তে দুই গোলরক্ষক এখন পর্যন্ত ম্যাচের নায়কে পরিণত হয়েছেন।  

দুই দলই প্রতিপক্ষকে খালি জায়গা ছেড়ে দেওয়া থেকে বিরত থেকেছে। তবে সুযোগের সদ্ব্যবহার করার জন্য্ প্রচেষ্টাও কম ছিল না। বিশেষ করে শুরুর দিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের বিদ্যুৎ গতির আক্রমণের পর থেকেই দুই দল উঠেপড়ে লাগে গোল পেতে। তুলনায় ফ্রান্সই এগিয়ে। মোট ১১ বার গোলের প্রচেষ্টায় দেখা গেছে গ্রিজম্যান-এমবাপ্পেদের।

বেলজিয়ামও ৩বার গোলমুখে আক্রমণ শানিয়েছে। তবে ৩০ মিনিট পার হওয়ার পর থেকে তাদের ফরাসি আক্রমণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়তে হয়।

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচে সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হয়েছে ফ্রান্স-বেলজিয়াম।

আজকের ম্যাচে দুই হলুদ কার্ডের খাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফ্রান্সের একাদশে ফিরেছেন মাতুইদি। অন্যদিকে বেলজিয়াম দলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা থমাস মুনিয়েরের স্থলাভিষিক্ত হয়েছেন মুসা দেম্বেলে।

ফ্রান্সের একাদশ
হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, লুকাস হার্নান্দেস, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজমান, অলিভিয়ের জিরুদ, কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে, ব্লেইজ মাতুইদি।

বেলজিয়ামের একাদশ
থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, ভিনসেন্ত কোমপানি, ইয়ান ভেট্রোনঘেন, কেভিন দে ব্রুইনি, আক্সেল ভিটসেল, মারুয়ানে ফেল্লাইনি, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, মুসা দেম্বেলে, নাসের শাদলি।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘন্টা, ১১ জুলাই, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ