ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারির দায়িত্বে চাকির

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারির দায়িত্বে চাকির কুনায়েত চাকির-ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনালের ম্যাচটিতে মূল রেফারির দায়িত্বে থাকবেন অভিজ্ঞ কুনায়েত চাকির। আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ১২টায় লুঝনিকিতে আসরের দ্বিতীয় সেমি অুনষ্ঠিত হবে।

৪১ বছর বয়সী চাকির চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে ২টি ম্যাচ পরিচালনা করেছেন। যার একটি ছিল ‘বি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ইরানের ১-০ গোলের জয়ের ও ‍অন্যটি নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচটি।

যেখানে ২-১ ব্যবধানে জিতে শেষ ষোলোতে পা রাখে মেসিরা।

ওপরের ২টি ম্যাচে চাকির মোট ৯টি হলুদ কার্ড দেখান। তবে নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেল তার সমালোচনা করতে ছাড়েননি। যেখানে ম্যাচে আর্জেন্টিনা ডিফেন্ডার মার্কোস রোহোর হাতে বল লাগলেও তার্কিশ এই রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।

রেফারিং ক্যারিয়ারে এ নিয়ে ১৭ বছর ধরে কাজ করছেন চাকির। তিনি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও সেমিফাইনালসহ মোট তিনটি ম্যাচ পরিচালনা করেছেন।

এছাড়া চাকিরের ক্যারিয়ারে রয়েছে একটি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ও ২০১৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ