ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিফা বিশ্বকাপ ২০১৮

ফ্রান্স-বেলজিয়াম ম্যাচের বাঁশি উরুগুয়ের চুনহার হাতে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৫, জুলাই ১০, ২০১৮
ফ্রান্স-বেলজিয়াম ম্যাচের বাঁশি উরুগুয়ের চুনহার হাতে খেলোয়াড়দের শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখাই তার দায়িত্ব/সংগৃহীত

২১তম বিশ্বকাপের শেষ বাঁশি বাজতে বাকি আর মাত্র চার ম্যাচ। তার আগে মঙ্গলবার (১০ জুলাই) শুরু হতে যাচ্ছে ‘স্বপ্নের সোনালি ট্রফি’ ছোঁয়ার প্রথম ধাপ, অর্থাৎ সেমিফাইনাল। এই ম্যাচেই জয়ী রাশিয়া বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখবে।

মঙ্গলবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় সেইন্ট পিতাসবুর্গে ২১তম বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিশ্বকাপ জয়ী ফ্রান্সের মুখোমুখি হবে ‘গোল্ডেন জেনারেশনের’ বেলজিয়াম। গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠের দায়িত্ব পালন করবেন উরুগুইয়ান আন্দ্রেস চুনহা।

বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বে দু’টি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান ৪১ বছর বয়সী চুনহা। এর একটিতে পোনাল্টিতে ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারায় ফ্রান্স। ওই ম্যাচে চুনহার মাধ্যমেই বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারি (ভিএআর) প্রযুক্তির সঙ্গে পরিচিত হয় ফুটবল বিশ্ব। এছাড়া গ্রুপ পর্বে ইরান-স্পেন ম্যাচের দায়িত্বও পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ