ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

দলের বিদায়ে বেলজিয়ামের সমর্থক রাশিয়ান কোচ!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
দলের বিদায়ে বেলজিয়ামের সমর্থক রাশিয়ান কোচ! রাশিয়া ফুটবল দলের কোচ স্তানিসলাভ চেরশিসভ/সংগৃহীত

দুর্দান্ত খেলেও শুটআউটে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে স্তানিসলাভ চেরশিসভের রাশিয়া। তবে বিশ্বআসরে দলের পারফরম্যান্সে বেশ খুশি এ কোচ। আর দলের বিদায়ের পর বেলজিয়ামকে সমর্থন জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাশিয়া ছিটকে পড়ায় বিশ্বকাপের পরবর্তী খেলাগুলোর দিকে নজর দেবেন না বলেও জানিয়েছেন।

রাশিয়ান টিভি শো ‘টাইম উইল টেল’-এ দেওয়া বক্তব্যে এ কোচ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বেলজিয়ামকে শুভকামনা জানিয়ে বলেন- বিশ্বকাপে আমি বেলজিয়ামকে সমর্থন করছি।  

তিনি বলেন, ‘তাদের কোচ (বেলজিয়াম) রবার্তো মার্টিনেজকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি তাকে পছন্দ করি।

সম্প্রতি ফুটবল বিষয়ে আমাদের মধ্যে অনেক ‘অভিজ্ঞতা’ আদান-প্রদান হয়েছে’।  

মঙ্গলবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় সেইন্ট পিতাসবুর্গে ২১তম বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিশ্বকাপ জয়ী ফ্রান্সের মুখোমুখি হবে ‘গোল্ডেন জেনারেশনের’ বেলজিয়াম।

এবারের বিশ্বকাপের মাধ্যমে ইতিহাসে পঞ্চমবার সর্ব-ইউরোপীয় সেমিফাইনাল দেখতে যাচ্ছেন বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবলপ্রেমী। এর আগে ১৯৩৪, ১৯৬৬, ১৯৮২ ও ২০০৬ বিশ্বকাপে এমন সর্ব-ইউরোপীয় সেমিফাইনাল দেখেছিল ফুটবল-দুনিয়া।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ