ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

২০২২ বিশ্বকাপেই ৪৮ দল চায় কাতার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
২০২২ বিশ্বকাপেই ৪৮ দল চায় কাতার ২০২২ বিশ্বকাপ আয়োজন করবে কাতার-ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে আরও ১৬টি দল যোগ করার আশা আগেই প্রকাশ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। তবে ২০২৬ সাল থেকে ৪৮ দলের এই ফরম্যাট চালু করার প্রস্তাব করেছেন তিনি। কিন্তু তর সইছে ‍না ২০২২ বিশ্বকাপ আয়োজনকারী কাতারের। মরুভূমির মাঝেই বিশ্বকাপের সম্প্রসারণ চায় দেশটি। এর জন্য ফিফার সঙ্গে আলোচনাও শুরু করেছে তারা।

কাতারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, দোহা ও এর আশেপাশের ৮টি স্টেডিয়ামেই হতে পারে ৪৮ দলের খেলা।

২০২২ বিশ্বকাপ আয়োজনে সহকারী সেক্রেটারি নাসের আল খাতার বলেন, ‘হ্যাঁ, এটা করা সম্ভব।

আমাদের শুধুমাত্র বের করতে হবে এটার ফরম্যাটটা কিভাবে হবে। ফরম্যাট যদি এখনই ঠিক হয়ে যায়, তবে এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। ’

এ ব্যাপারে অারও আলোচনা করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি ভাবি এটা আমাদের বা ফুটবলের পক্ষে যাচ্ছে না, তবে আমরা এটি করতে পারবো না। আসলে ৪৮ দলের ফরম্যাটটি যদি অসাধারণ কিছু হয় ও এটা যদি ঐতিহ্যবাহী ফরম্যাটকে অনুশরণ না করে, তবে এটিই যোগ করবে দুর্দান্ত কিছু। ’

ঐতিহ্যবাহী ৩২ দলের বিশ্বকাপে ১৬টি দল শেষ ষোলোতে জায়গা করে নেয়। আল খাতার আরও যোগ করেন, ‘হয়তো এটা সাডেন ডেথ, একটি ম্যাচে সাডেন ডেথ আর তুমি বাদ। অথবা অন্য দলগুলো আসার আগেই এটা হতে পারে। ’

২০১৭ সালের জানুয়ারিতে ৩২ দলের বিশ্বকাপকে বিলুপ্ত ঘোষণা করা হয়। যেখানে ইতোমধ্যে ৪৮ দলের বিশ্বকাপ হিসেবে ২০২৬কে নির্বাচিত করা হয়েছে। এই আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ