ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

চাকরি ছাড়ছেন আর্জেন্টিনার সহকারী কোচসহ ৩ কর্তা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
চাকরি ছাড়ছেন আর্জেন্টিনার সহকারী কোচসহ ৩ কর্তা আর্জেন্টাইন ফুটবলের প্রেসিডেন্ট ক্লাওদিও তাপিয়ার সঙ্গে এক মিটিংয়ে বসেন অন্য কোচিং স্টাফরা-ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়ের পর দেশটির ফুটবলে টালমাটাল অবস্থা চলছে। সমালোচনা শুনতে হচ্ছে কোচ থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়কে। এরই জের ধরে এবার জানা গেল আলবিসেলিস্তাদের সহকারী কোচসহ ৩ কর্মকর্তা নিজেদের পদ থেকে সরে যাচ্ছেন।

হেড কোচ হোর্হে সাম্পাওলি পদত্যাগ করবেন এমন গুঞ্জনের মাঝে আর্জেন্টাইন ফুটবলের প্রেসিডেন্ট ক্লাওদিও তাপিয়ার সঙ্গে এক মিটিংয়ে বসেন অন্য কোচিং স্টাফরা।

যেখানে নিশ্চিত করে বলা যায়, নিজ নিজ পদ থেকে সরে যাওয়ার চুক্তিতে সম্মত হয়েছেন সেবাস্তিয়েন বেক্কাসেসে, নিকোলাস দিয়েজ ও মার্টিন ব্রেসান।

সহকারী কোচের দায়িত্বে থাকা বেক্কাসেসের ওপর কয়েক মাস আগে এমনিতেই ঝড় বয়ে যায়। বলা হয় দলের বাজে অবস্থার জন্য তিনিই দায়ী।

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ও ভবিষ্যতের জন্য ‍শুভকামনা করেছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ