ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ফিফা বিশ্বকাপ ২০১৮

ব্রাজিলকে হারানোয় বেলজিয়ামের দর এখন ৫৪৭ মিলিয়ন ইউরো!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, জুলাই ৮, ২০১৮
ব্রাজিলকে হারানোয় বেলজিয়ামের দর এখন ৫৪৭ মিলিয়ন ইউরো! ব্রাজিলকে হারানোর পর গ্যালারির দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন বেলজিয়ামের খেলোয়াড়রা

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চমক দেখানো বেলজিয়ামের খেলোয়াড়দের দর চড়চড় করে বাড়ছে। দাম বাড়ায় তালিকায় সবার র্শীষে স্থান করে নিয়েছেন বেলজিয়ামের পক্ষে জয়সূচক গোল করা ডি ব্রুইন। আবার দলের সাফল্য বিবেচনায় আলোচনায় না থাকা খেলোয়াড়দের দরও বাড়ছে।

ওই ম্যাচের পর বেলজিয়ামের খেলোয়াড়দের দরের একটি তালিকা পাওয়া গেছে স্পোর্টস বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমে। তাতে রেড ডেভিলদের পুরো টিমের দর উঠেছে ৫৪৭ মিলিয়ন ইউরো (৫৪ কোটি ৭০ লাখ ইউরো)।

বেলজিয়ামের পক্ষে দ্বিতীয় গোলটি করার পর ডি ব্রুইনের দর উঠেছে সর্বোচ্চ ১৫০ মিলিয়ন ইউরো। ১১০ মিলিয়ন ইউরো নিয়ে দরে দ্বিতীয় স্থানে রয়েছেন এডেন হ্যাজার্ড। শ’ মিলিয়ন ঘরের তালিকায় না থাকলেও ৯০ মিলিয়র ইউরো নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন লুকাকু।

দুর্দান্ত পারফরমের পর গোলরক্ষক থাবিও কুরতোয়ার দর উঠেছে ৬০ মিলিয়ন ইউরো, ৪০ মিলিয়ন ইউরো নিয়ে পরের অবস্থানে রয়েছেন আলদেরওয়ার্ল্দ, ভারতোগেনের দর উঠেছে ৩২ মিলিয়ন ইউরো, উইসেলের দর ১৮ মিলিয়ন ইউরো, মুইনারের দর ১৫ মিলিয়ন ইউরো।

এছাড়া অধিনায়ক ডিফেন্ডার কোম্পানির দর উঠেছে ১০ মিলিয়ন ইউরো, চাদিলের দর ১০ মিলিয়ন ইউরোতে ঠেকেছে। তবে মাঠ দাঁপিয়ে বেড়ানো ফেলাইনির দর উঠেছে মাত্র ১২ মিলিয়ন ইউরো।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ