ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

আমরা এখনো বিশ্বকাপের শেষ অধ্যায় লেখিনি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
আমরা এখনো বিশ্বকাপের শেষ অধ্যায় লেখিনি ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ছবি: সংগৃহীত

সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে এখানেই থেমে যেতে রাজি নন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। এক কথায় জানিয়ে দিয়েছেন, এখানেই বিশ্বকাপের শেষ নয়।

শনিবারের (০৭ জুলাই) ম্যাচ শেষে ৪৭ বছরের সাউথগেট বলেন, আমরা আমাদের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা সবাই চাইছে আরও এক সপ্তাহ রাশিয়া থেকে যাবে। আমাদের সামনে আর মাত্র ২টি ম্যাচ আছে।

 এখন এটা তাদের ভাবতে হবে এই এক সপ্তাহে তারা কতো দূর যেতে চায়।

দুই বছর থেকে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করা সাউথগেট বলেন, ইংল্যান্ডের কোচ হওয়া আমার জন্য দারুণ সম্মানের। আমরা এখনো কাজ করছি।  আমরা জানি আমরা কোন পর্যায়ে আছি।  আমাদের অনেক কঠিন পরিশ্রম করতে হবে সেটাও জানি। এখানে অনেক খেলোয়াড় আছে যাদের দলের হয়ে খেলার তেমন অভিজ্ঞতা নেই।  দুই বছরের কাজ এখানে এসে কয়েক সপ্তাহে দেখানো সহজ নয়।  তবে আমরা এখনো বিশ্বকাপের শেষ অধ্যায় লেখিনি।

বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মস্কো স্টেডিয়ামে সেমিফাইনালের ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ