ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ব্রাজিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ব্রাজিল হতাশ নেইমার-ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের শক্ত রক্ষণকে পরীক্ষায় ফেলে ২-০ গোলে এগিয়ে আছে বেলজিয়াম। বেশ কিছু সুযোগ মিস করার খেসারতও দিয়েছে ব্রাজিল।

ম্যাচের ১৩ মিনিটে বেলজিয়ামের হয়ে কর্নার কিক করেন ডি ব্রুইনি। লাফিয়ে তাতে মাথা ছুঁয়াতে সমর্থ হন বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ত কোমপানি।

কিন্তু ব্রাজিলের ডিফেন্ডার ফার্নান্দিনহোর মাথায় লেগে বল ব্রাজিলের জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় ব্রাজিল।

এরপর ম্যাচের ৩১ মিনিটে কেভিন দে ব্রুইনির অসাধারণ গোলে ব্রাজিলের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। তবে গোলের পেছনে বড় অবদান রেখেছেন রোমালু লুকাকু। তার বাড়িয়ে বল থেকেই ব্রাজিলের ডি বক্সের ২০ গজ দূর থেকে দলের দ্বিতীয় গোলটি করেন দে ব্রুইনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ব্রাজিল দলে কাসেমিরোর অভাব স্পষ্ট হয়ে দেখা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ