ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

গ্রিজম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করলো ফ্রান্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
গ্রিজম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করলো ফ্রান্স গ্রিজম্যানের গোল-ছবি: সংগৃহীত

ডি-বক্সের বাইরে বা প্রান্ত থেকে গ্রিজম্যানের জোরালো শট ঠেকাতে গিয়ে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাতে লেগে বল জালে ঢুকে যায়। যদিও বলটা তার বরাবরই মেরেছিলেন গ্রিজম্যান। ম্যাচের ৬১ মিনিটে ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যানের এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ফ্রান্স।

এর আগে ম্যাচের ৪০ মিনিটে উরুগুয়ের ডিফেন্সে অসাধারণ হেড থেকে গোল করে ফ্রান্সকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ভারানে। ডানপাশ থেকে আঁতোয়া গ্রিজমানের বাড়িয়ে দেওয়া ক্রসে হেড করে উরুগুয়ের গোলরক্ষককে পরাস্ত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

তবে গোল খাওয়ার কিছুক্ষণ পরেই আক্রমণে উঠে প্রায় গোল পেয়ে গিয়েছিলো উরুগুয়ে। কিন্তু উরুগুইয়ান ডিফেন্ডার মার্তিন কাসেরেসার দারুণ এক শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ