ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

এমবাপ্পে আরো উৎকর্ষতায় পৌঁছাবে: মার্তিনেজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
এমবাপ্পে আরো উৎকর্ষতায় পৌঁছাবে: মার্তিনেজ কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের ৪-৩ গোলের জয়ে প্রধান ভূমিকা রাখেন তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পে। নিজের প্রথম বিশ্বকাপেই আলোড়ন তুলেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

তবে ফরাসি কোচ দিদিয়ের দেশাম মনে করেন এমবাপ্পে নিজের খেলায় আরো উন্নতি করবে, উৎকর্ষতার চূড়ান্ত শিখড়ে পৌঁছাবে সে।

আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করে সর্বকালের সেরা ফুটবলার পেলের কালজয়ী রেকর্ডের ভাগিদার এখন এমবাপ্পে।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) উদীয়মান এই তারকা সম্পর্কে কোচের ভাষ্য দেশের জন্য সে দারুণ, তবে তাকে এখনো অনেক কিছু শিখতে হবে।

উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশাম বলেন, এমবাপ্পে যা করেছে তা দুর্দান্ত, তার সামর্থ্যের ওপর এখন আলোকপাত হচ্ছে। উরুগুয়েও দেখেছে সে কী করতে সক্ষম।

ফরাসি কোচের মতে এমবাপ্পে এখন অবধি যতই ভালো করুক না কেন তার আরো অনেক উন্নতি করার আছে। তিনি বলেন, তার এখনও অনেক কিছু শেখার আছে। এমন তরুণ বয়সেই তাকে শেখাতে হবে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৮

এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ