ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

৯ বার ফাউলের শিকার কেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
৯ বার ফাউলের শিকার কেন ফাউলের শিকার হচ্ছেন কেন

অন্যরকম আরেকটি রেকর্ড গড়লেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। রাশিয়া বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থাকা এই স্ট্রাইকার কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে ৯৬ মিনিটে ৯ বার ফাউলের শিকার হয়েছেন। চলতি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ১০ বার ফাউলের শিকার হয়ে আলোচনায় রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

এর আগে ১৯৯৮ বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ইংলিশ খেলোয়াড় অ্যালান শিয়েরার ১১ বার ফাউলের শিকার হয়েছিলেন। এদিক থেকে কেন আছেন ইংলিশদের মধ্যে দ্বিতীয় স্থানে।



চলতি আসরে তিন ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুটের সবচেয়ে বড় দাবিদার হ্যারি কেন।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ