ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

সুইডেন-সুইজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
সুইডেন-সুইজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছবি: সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধ বল পজিশনে সুইজারল্যান্ড বেশ এগিয়ে ছিল। তবে গোল করতে সক্ষম হয়নি দলটি। অপরদিকে সুইসদের থেকে আক্রমণে কোনো অংশেই কম ছিল না সুইডেনের। কিন্তু তারা গোলবঞ্চিত থাকে। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় তাদের।

এর আগে শেষ ষোলোর শেষ দিনে আজ প্রথম খেলায় মুখোমুখি হয় সুইডেন-সুইজারল্যান্ড।

গ্রুপ পর্বে দুই রকম অভিজ্ঞতা অর্জন করেছে সুইডেন-সুইজারল্যান্ড।

গ্রুপ পর্বে নিজদের শেষ ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় পা রাখে সুইডেন। অন্যদিকে কোস্টারিকার বিপক্ষে হারতে হারতে ড্র ভাগ্য নিয়ে শেষ ষোলোয় পা দেয় সুইসরা।

সুইডেনের জন্য আজ ১৯৯৪ সালের বিশ্বকাপের পর আবারও কোয়ার্টার ফাইনালে ওঠার দারুণ সুযোগ।  

শেষ ষোলোর ম্যাচে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় সুইডেন-সুইজারল্যান্ড।

এই ম্যাচে জয়ী দল রাতের অন্য ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। রাতের অন্য ম্যাচে  বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও কলম্বিয়া।

সুইজারল্যান্ডের একাদশ
ইয়ান সোম্মার, মানুয়েল আকানজি, মিশেল লাং, গ্রানিত শাহাকা, ভালোন বেহরামি, রিকার্দো রদ্রিগেস, স্তেভেন জুবার, ব্লেরিম জেমাইলি, ইয়োসিফ দ্রেমিচ, ইয়োহান জোরোরু, হেরদান শাকিরি।

সুইডেনের একাদশ
রবিন ওলসেন, মিকায়েল লুস্টিগ, ভিক্টর লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাংকভিস্ট, লুডোভিগ আগুস্টিনসন, আলবিন একডাল, মার্কাস বার্গ, এমিল ফোর্সবার্গ, গুস্তাভ সভেনসন, ভিক্টর ক্লায়েসন, ওলা টোইভোনেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ