ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বেঞ্চের খেলোয়াড়রাই পার্থক্য গড়ে দিলো: হ্যাজার্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
বেঞ্চের খেলোয়াড়রাই পার্থক্য গড়ে দিলো: হ্যাজার্ড জাপানের বিপক্ষে ম্যাচে হ্যাজার্ডের খেলার একটি মুহূর্ত/সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপে সত্যিই ‘রোমাঞ্চ’ ছড়িয়েছে বেলজিয়াম-জাপান ম্যাচ। শেষ মুহূর্তের কয়েক সেকেন্ড আগে বদলি নামা নাসের শাদলির গোলে ‘রেড ডেভিল’রা জয় ছিনিয়ে নিয়েছে ঠিকই। তবে বিশ্বআসরে এশিয়ার ফুটবলের ‘নতুন সূর্য উদয়ে’র ইঙ্গিত দিয়েছে জাপান।

সোমবার (০২ জুলাই) প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে কোয়ার্টারে পা রাখে।  

অবিশ্বাস্য ওই জয়ের বিষয়ে বেলজিয়ামের মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের মন্তব্য, বদলি খেলোয়াড়ই পার্থক্য গড়ে দিলো।

প্রথমার্ধে বেঞ্চে থাকা নাসের শাদলিকে ৬৫ মিনিটে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোচ রবার্ট মার্টিনেজ। যার গোলে অবশেষে রোমাঞ্চকর জয়োৎসবে মাতে বেলজিয়াম।

হ্যাজার্ড বলেন, খেলার ধরণ পরিবর্তন করে দেওয়ার মতো খেলোয়াড় আমাদের রয়েছে, বেঞ্চে থাকা খেলোয়াড়ই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিলেন। এই জয়ে কোয়ার্টারে পা রাখায় আমরা অত্যন্ত আনন্দিত।

ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টারের ম্যাচের বিষয়ে চেলসির এ মিডফিল্ডার বলেন, তাদের বিপক্ষে খেলা যেকোনো খেলোয়াড়ের জন্য খুবই রোমাঞ্চকর। তবে আমরা জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালাবো।  

আগামী শুক্রবার (০৬ জুলাই) কাজানে বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ