ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপে ব্রাজিলই সেরা: বেলজিয়াম কোচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
বিশ্বকাপে ব্রাজিলই সেরা: বেলজিয়াম কোচ বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপ আসরে ব্রাজিলই সেরা দল বলে মন্তব্য করেছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ।

সোমবার (০২ জুলাই) রাত ১২টার ম্যাচে জাপানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেই ব্রাজিলের খেলা সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।

বেলজিয়াম কোচ তার দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, তোমাদের বুঝতে হবে, ‘এ বিশ্বকাপে ব্রাজিলই সেরা দল।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আমাদের প্রতিপক্ষ। তাদের সঙ্গে মাঠে নামতে হলে আমাদের খেলার পদ্ধতির পরিবর্তন আনতে হবে। ’

৪৪ বছর বয়সী রবার্তো মার্টিনেজ পরবর্তী ম্যাচে তার দলের সিস্টেমের পরিবর্তন আনার ইঙ্গিত করে বলেন, ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের লক্ষ্য করে খেলতে হবে আমাদের। কিন্তু আমরাও বুঝতে পারছি, ব্রাজিল কোচ তিতেও তার খেলোয়াড়দের নিয়ে সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামবেন।

তুমুল আক্রমণ আর পাল্টা আক্রমণে জাপানকে রোমাঞ্চকরভাবে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম। আর এখন শেষ আটে আগামী শুক্রবার (০৬ জুলাই) রাত ১২টায় তারা মুখোমুখি হবে আসরের অপরাজিত দল নেইমারের ব্রাজিলের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ