ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

সুইডেন-সুইজারল্যান্ড, কলম্বিয়া-ইংল্যান্ড লড়াই

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
সুইডেন-সুইজারল্যান্ড, কলম্বিয়া-ইংল্যান্ড লড়াই কলম্বিয়া-ইংল্যান্ড দ্বৈরত দেখার অপেক্ষা/সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপ আসর যতই এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে এর রোমাঞ্চ আর নাটকীয়তা। বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের সঙ্গে সঙ্গে একদিকে যেমন বাড়ছে হতাশা, অন্যদিকে বাড়ছে উত্তেজনা। এসবের মধ্যে ‘ঘটনাবহুল’ বিশ্বকাপ ‘দ্বিতীয় অধ্যায়’ শেষের দ্বারপ্রান্তে।

অর্থাৎ মঙ্গলবারের (০২ জুলাই) ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়ে কোয়ার্টার পর্বে পা রাখার প্রহর শুরু হবে ২১তম বিশ্বকাপের।

এরইমধ্যে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ছয়টি দল।

বাংলাদেশ সময় রাত ৮টায় সেইন্ট পিতার্সবুর্গে সুইডেন-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী পরবর্তী রাউন্ডে উঠবে ‘লাকি সেভেন’ দল হয়ে। এদিন রাত ১২টায় মস্কোয় কলম্বিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। নকআউটের সবশেষ দল হয়ে কোয়ার্টারে উঠবে এই দুই দলের মধ্যকার জয়ী।

১৪ জুন শুরু হওয়া এবারের বিশ্বআসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ১৬টি দেশ। আর নকআউটে আরো ৮টি দল বিদায় নিলে কোয়ার্টারের জন্য ৩২ দেশের মধ্যে টিকে থাকবে ৮টি দেশ।

১৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। চার বছর পর ২০২২ সালে এ আয়োজনে মাতবে কাতার।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ