ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

সমতায় ফিরেছে বেলজিয়াম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
সমতায় ফিরেছে বেলজিয়াম ছবি: সংগৃহীত

ম্যাচের ৬৯ মিনিটে হেড থেকে করা ডিফেন্ডার ইয়ান ভেট্রোনঘেনের গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে বেলজিয়াম। এরপর ৭৪ মিনিটে ভেট্রোনঘেনের হেড থেকে জাপানের ডি বক্সের জটলায় থাকা মিডফিল্ডার মারুয়ানে ফেল্লাইনির দারুণ হেডে পাওয়া গোলে ২-২ গোলের সমতায় ফেরে বেলজিয়াম।

এর আগে প্রথমার্ধের বিরতি শেষে মাত্র ৮ (৪৮ মিনিট) মিনিট পরই হারাগুচির গোলে এগিয়ে যায় জাপান। বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভেট্রোনঘেন থ্রো ঠেকাতে ব্যর্থ হলে বল পেয়ে অসাধারণ শটে বেলজিয়ামের জালে বল পাঠিয়ে দেন জাপানের হারাগুচি।

প্রথম গোলের ধাক্কা সামলে উঠার আগেই আরও গোল করে বসে জাপান। ৫২ মিনিটে জাপানি মিডফিল্ডার তাকাশি ইনুয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ

welcome-ad
welcome-ad