ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

প্রথমার্ধে গোল পায়নি বেলজিয়াম-জাপান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
প্রথমার্ধে গোল পায়নি বেলজিয়াম-জাপান ছবি: সংগৃহীত

পুরো প্রথমার্ধে বহুবার সুযোগ তৈরি করলেও জাপানের গোলমুখ খুলতে ব্যর্থ তারকাসমৃদ্ধ বেলজিয়াম। উল্টো বেশ কয়েকবার গোল পাওয়ার কাছে চলে গিয়েছিল জাপান। তবে প্রথমার্ধ শেষের বাঁশি বাজার আগ পর্যন্ত সফল হয়নি কোন দলেরই আক্রমণ।

বেলজিয়ামের আক্রমণভাগের দুই সেরা তারকা রোমালু লুকাকু ও ইডেন হ্যাজার্ড বারকয়েক গোলবারের খুব কাছে গিয়েও ফিনিশিং দিতে ব্যর্থ হন। আর কয়েকবার তারা গোল করার মতো পজিশনে থাকলেও মিডফিল্ডের ব্যর্থতা তাদের গোল পেতে দেয়নি।

তবে গোলরক্ষক দু’জনের কথা না বলাটা অন্যায়ই হবে। দুই দলের দুই গোলরক্ষক আজ যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। জাপানি গোলরক্ষক কাওয়াশিমা ম্যাচে দারুণ সব সেভ করেছেন। শেষ মিনিটে বেলজিয়ান গোলরক্ষক থিবাউ কুরতোয়াও জাপানি আক্রমণ ঠেকিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত করেছেন।

ম্যাচে প্রথমার্ধে নিশ্চিতভাবে এগিয়ে বেলজিয়াম। তবে জাপানও প্রমাণ করেছে রক্ষণে বেশ শক্ত। ভয়ডরহীন ফুটবলই উপহার দিয়ে যাচ্ছে এশিয়ান ফুটবল পরাশক্তিরা।

রোস্তোভ এরিনায় বাংলাদেশ সময় রাত ১২টায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান-বেলজিয়াম।

বেলজিয়ামের একাদশ

থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, ভিনসেন্ত কোমপানি, ইয়ান ভেট্রোনঘেন, আক্সেল ভিটসেল, কেভিন দে ব্রুইনি, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, থমাস মুনিয়ের।

জাপানের একাদশ

এইকাওয়াশিমা, জেন শোজি, ইয়ুতো নাগাতোমো, গাকু শিবাসাকি, গেংকি হারাগুচি, শিনজি কাগাওয়া, তাকাশি ইনুয়ি, ইয়ুইয়া ওসাকো, মাকোতো হাসিবে, তোতোকু সাকাই, মায়া ইয়োশিদা।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ