ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল ব্রাজিলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, জুলাই ২, ২০১৮
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল ব্রাজিলের ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি রেকর্ড বইয়েও নাম লিখিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন সেলেসাওদের দখলে।

বিশ্বকাপে ব্রাজিল দলের মোট গোলসংখ্যা ২২৮। আগের রেকর্ডটি ছিল জার্মানির।

বিশ্বকাপে জার্মানির মোট গোল ২২৬।

আজকে (২ জুলাই) শেষ ষোল’র ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে ৫১ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ওই গোলের পরই ব্রাজিলের বিশ্বকাপ গোলের সংখ্যা দাঁড়ায় ২২৭টিতে। ফলে জার্মানির রেকর্ড তখনই ভেঙে যায়। আর ফিরমিনোর করা ৮৮ মিনিটের গোলের পর রেকর্ড আরও বাড়িয়ে নেয় সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনালে উঠায় এই রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে ব্রাজিলের। আর শেষ ষোলোতে পা রাখতে ব্যর্থ হওয়ায় জার্মানির পক্ষে এবার আর গোল করার কোন সুযোগ নেই।

উল্লেখ্য, ব্রাজিল দল এই পর্যন্ত ২১টি বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে। আর ১৯৫০ সালের বিশ্বকাপে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি তৎকালীন পশ্চিম জার্মানি।  

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ