ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

সবচেয়ে বেশি ফাউলের শিকার নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
সবচেয়ে বেশি ফাউলের শিকার নেইমার মেক্সিকোর বিপক্ষে ম্যাচে নেইমার/সংগৃহীত

২১তম বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ চলাকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত সবচেয়ে বেশি ২০ বার ফাউলের শিকার হন এ উইঙ্গার। স্পেনের ইসকোকে পেছনে ঠেলে নেইমারকে এ তালিকায় এগিয়ে দিলেন প্রতিপক্ষের খেলোয়াড়রা।

রাশিয়া বিশ্বকাপের শুরুতে সুইজারল্যান্ডের বিপক্ষে রেকর্ড ১০বার ফাউলের শিকার হন নেইমার।  

এর আগে ১৯৯৮ সালে ইংল্যান্ডের অ্যালান শিয়ারারকে একই ম্যাচে ১১ বার ফাউল করেন তিউনিসিয়ার খেলোয়াড়রা।

এরপর এক ম্যাচে এতোবার ফাউলের শিকার হননি আর কেউ।

নকআউটে ব্রাজিল-মেক্সিকো ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এটি চলতি আসরে তার দ্বিতীয় ও বিশ্বকাপে ষষ্ঠ গোল। এছাড়া অ্যাসিস্ট রয়েছে একটি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ