ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপে আত্মঘাতী গোলে দ্বিতীয় রাশিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
বিশ্বকাপে আত্মঘাতী গোলে দ্বিতীয় রাশিয়া আত্মঘাতী গোলের সেই মুর্হূত/সংগৃহতী

আত্মঘাতী গোলের কারণে বিশ্বকাপের ২১তম আসরে বেশ কয়েকটি দল জয় বঞ্চিত হয়ে এরইমধ্যে আসর থেকে ছিটকে পড়েছে। রেকর্ড গড়ে স্বাগতিক রাশিয়াও সেই দুর্ভাগ্য বরণ করতে যাচ্ছিলো। তবে রক্ষাকর্তা হয়ে ধরা দেন গোলরক্ষক ইগর আকিনফিভ। স্পেনের দুইটি শুটআউট রুখে দিয়ে দলকে কোয়ার্টার ফাইনালের বন্দরে পৌঁছে দেন এ গোলরক্ষক।

রোববার (০১ জুলাই) স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। জটলা থেকে সার্জিও রামোসের শট সের্গেই ইগনাশেভিচের গায়ে লেগে জালে জড়িয়ে আত্মঘাতী গোল হজমের পাশাপাশি রেকর্ডের খাতায় নাম লেখায় স্বাগকিতরা।

আর তা হলো বিশ্বকাপের কোনো আসরে দু’টি আত্মঘাতী গোলের।  

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে বুলগেরিয়ার পর রাশিয়ান সের্গেই ইগনাশেভিচের গোলে দ্বিতীয় দল হিসেবে আত্মঘাতী গোলের এ রেকর্ডে নাম লেখালো ২১তম বিশ্বকাপের স্বাগতিকরা।

নকআউটে স্পেনের বিপক্ষে ওই ম্যাচের আগে ২৫ জুন ‍উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে আত্মঘাতী গোলটি করেন রাশিয়ান উইঙ্গার ডেনিস চেরিশেভ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ০২,২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ