ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ইংল্যান্ডের বিপক্ষে রদ্রিগেজকে নিয়ে শঙ্কা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
ইংল্যান্ডের বিপক্ষে রদ্রিগেজকে নিয়ে শঙ্কা জেমস রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

ইনজুরি আক্রান্ত কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজকে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নাও দেখা যেতে পারে।

গত বৃহস্পতিবার সেনেগালের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটে ফারনান্দো মুরিয়েলের পরিবর্তে মাঠে নামেন রদ্রিগেজ। কিন্তু মাঠে নেমেই পেশীতে ব্যথা অনুভব করায় তাকে তুলে নেন কোচ।

আগামী মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রদ্রিগেজ নিশ্চিত নয় বলে জানিয়েছে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন।

জাপানের বিপক্ষে খেলতে নেমেও পেশীতে টান নিয়ে ৫৯ মিনিটে মাঠ ছেড়ে যান কলম্বিয়ার এই তারকা। তবে পোল্যান্ডের বিপক্ষে পুরো সময় খেলেই মাঠ ছাড়েন তিনি এবং ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও যায় তার ঝুলিতে।

গত জানুয়ারি থেকেই ইনজুরিতে ভুগছিলেন রদ্রিগেজ, বিশ্বকাপেও সেই চোটের রেশ রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৮

এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ