এর আগে শেষ ষোলোর ম্যাচের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া ও ডেনমার্ক। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিঝনি নভগোরোদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামে তারা।
নিচে পাঠকদের জন্য দু’দলের একাদশ দেয়া হলো।
ক্রোয়েশিয়া: দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিতিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।
ডেনমার্ক: কাসপার স্মাইকেল, সিমন কাজায়ের, ইয়োনাস নুডসেন, আন্দ্রেস ক্রিস্টেনসেন, টমাস ডেলানি, ক্রিস্টিয়ান এরিকসেন, মার্টিন ব্রেইদওয়াইট, ম্যাথিয়াস ইয়োর্গেনসেন, হেনরিক ডালসগার্ড, ইউসুফ পৌলসেন, আন্দ্রেয়াস কর্নেলিয়াস।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৮
এমএমএস