ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

টাইব্রেকারে স্পেন-রাশিয়া ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
টাইব্রেকারে স্পেন-রাশিয়া ম্যাচ ছবি: সংগৃহীত

অতিরিক্ত সময়ের পরও মীমাংসা না হওয়ায় স্পেন বনাম রাশিয়ার ম্যাচটি টাইব্রেকারে গড়ালো।

এর আগে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ও যোগ করা সময়ে রাশিয়া বনাম স্পেন ম্যাচটি ১-১ ব্যবধানে সমতা থাকায় শেষ ষোলোর খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। যেখানে খেলায় ৭৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও আর গোলের দেখা পায়নি স্প্যানিশরা।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রথমেই আত্মঘাতি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ম্যাচের ১২ মিনিটে জটলা থেকে সার্জিও রামোসের শট সের্গেই ইগনাশেভিচে গায়ে লেগে গোলমুখে চলে যায়।

তবে প্রথমার্ধেই সমতায় ফেরে রাশিয়া। খেলার ৪১ মিনিটে আর্তেম জিউবার পেনাল্টি গোলে স্পেনের বিপক্ষে ১-১ ব্যবধানারে সমতায় ফেরে রাশিয়া। নিজেদের বক্সে স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে ফাউল করে বসলে রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির বাঁশি বাজান। আর সেখান থেকে সফলভাবে গোলটি আদায় করে নেন জিউবা।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ